মাহতিম আহমেদ
♦ প্রেমের ফাঁদে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে রুমাইয়া!
যশোরের মনিরামপুরে চাঞ্চল্য: প্রেমের জালে জড়িয়ে বহু যুবকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রুমাইয়া খাতুন নামের এক তরুণীর বিরুদ্ধে। অভিযোগকারী ও স্থানীয় সূত্রে জানা যায়, রুমাইয়া যশোর জেলার মনিরামপুর উপজেলার পারখাজুরা চাকলা গ্রামের শাহরিয়ার উদ্দীনের মেয়ে।
যেভাবে পাতা হতো প্রেমের জাল: প্রতারণার কৌশল হিসেবে রুমাইয়া প্রথমে অপরিচিত নম্বরে মিসড কল দিতেন। পরবর্তীতে সেই নম্বরে ফোন করে নিজেকে পরিচিত দাবি করতেন। একপর্যায়ে মিষ্টি কথায় ভুলিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করতেন। সম্পর্ক গভীর হলে বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের টাকা দাবি করতেন।
ভুক্তভোগীর অভিযোগ: নাম প্রকাশে অনিচ্ছুক নড়াইলের এক যুবক জানান, প্রায় নয় মাস আগে ০১৯****৪৩৮৭ নম্বর থেকে তার ফোনে মিসড কল আসে। তিনি ফোন ব্যাক করলে রুমাইয়া নিজেকে তার পরিচিত বলে জানান। এরপর মেসেজের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। প্রথম দিকে ঘুরতে যাওয়ার পর রুমাইয়া একটি মোবাইল ফোন কেনার জন্য তার কাছে ৪৫ হাজার টাকা দাবি করেন। বিশ্বাস করে তিনি সেই টাকা দেন। এরপর বিভিন্ন সময়ে আরও পাঁচ হাজার, তিন হাজার, সাত হাজার করে একাধিকবার রুমাইয়া বিভিন্ন সমস্যার কথা বলে টাকা নিয়েছেন।
ওই যুবক আরও জানান, সম্প্রতি তিনি জানতে পারেন একই নম্বর থেকে তার এক বন্ধুর সঙ্গেও প্রেমের সম্পর্ক তৈরি করে ৬৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন রুমাইয়া। অনুসন্ধানে তিনি জানতে পারেন, রুমাইয়া খাতুন একজন পেশাদার প্রতারক এবং একই কৌশলে বহু যুবকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য: পারখাজুরা চাকলা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, তারা শুনেছেন রুমাইয়া ৩৫-৪০ জন যুবকের কাছ থেকে বিভিন্ন সময়ে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। কিছুদিন আগেও স্থানীয় এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে এলাকায় সালিশ বসেছিল। স্থানীয়রা রুমাইয়াকে একজন প্রতারক ও নষ্ট মেয়ে হিসেবে অভিহিত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
পিতার প্রতিক্রিয়া: অভিযুক্ত রুমাইয়ার বাবা শাহরিয়ার উদ্দীনের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অস্বীকার করে ফোন কেটে দেন।
এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রতারণার শিকার যুবকেরা রুমাইয়ার দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের খোয়া যাওয়া অর্থ ফেরত চেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।