মোঃ ইস্রাফিল হোসেন ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
যশোরে এসএসসি ও সমমান পরীক্ষায় ‘এ প্লাস’ প্রাপ্ত দুই শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে ইসলামী ছাত্র শিবির।
১১ আগস্ট ( সোমবার ) সকাল ৯ ঘটিকায় ঝিকরগাছার লাউজনী আল হেলাল ট্রাষ্ট কমপ্লেক্সে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান।
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম শাখার সম্মানিত সভাপতি মোঃ ইসমাঈল হোসেন এর সভাপতিত্বে, সেক্রেটারি মোঃ খালিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম বলেন - “আজকের এই মেধাবীরা আগামী দিনের সোনার বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সফলতার এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে, শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শের আলোয় নিজেদেরকে আলোকিত করতে হবে।”
তিনি আরো বলেন, এস.এস.সি, দাখিল ও সমমান পরীক্ষায় আশানুরূপ ভাল ফলাফল লাভ করে মেধার স্বাক্ষর রাখায় তোমাদের সকলকে অভিনন্দন। তোমরা আজকে প্রত্যাশিত ফল লাভ করে নিঃসন্দেহে নতুন ভুবন গড়ার প্রত্যয়ে বিভোর। তোমাদের ফলাফলে মা-বাবা, শিক্ষকদের সাথে আমরাও আনন্দিত। তোমরা জীবনের একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ে বিজয়ী হয়েছো, সামনে অপেক্ষা করছে আরো নতুন নতুন লড়াই, স্বপ্নকে বাস্তবে রূপ দেবার লড়াই, যেখানে তোমাদেরকে জিততেই হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুহা.ফখরুল ইসলাম,কেন্দ্রীয় গবেষণা সম্পাদক। ডা. মোসলেহ উদ্দিন ফরিদক, যশোর ২ আসেনর জামায়াত মনোনীত সংসদ প্রার্থী।
এছাড়াও অনুষ্ঠানে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশন করে শিক্ষার্থীরা। প্রাণবন্ত এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সঞ্চার করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।