অন্যান্য

যশোরে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

  প্রতিনিধি 21 July 2025 , 5:50:47 প্রিন্ট সংস্করণ

জেমস আব্দুর রহিম রানা, যশোর:

সচেতন,সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠিই গণতন্ত্রের রক্ষাকবচ” প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থান জয়তী সোসাইটি সম্মেলন কেন্দ্রে সুশাসনের জন্য নাগরিক-সুজন সংলাপের আয়োজন করে।
সুজনের জেলা সভাপতি এ্যাডঃ সালেহা বেগমের সভাপতিত্বে ও সুজনের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলমের সঞ্চালনায় সংলাপের মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সুজন কেন্দ্রীয় সচিবালয়ের সমন্বয়কারী দিলীপ কুমার। এতে বক্তব্য রাখেন সুজনের কুষ্টিয়া জেলা সভাপতি আবু হেনা গোলাম রসূল,চুয়াডাঙ্গার সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান,ঝিনাইদহ জেলার সাধারণ সম্পাদক শরীফ মাহমুদ, মেহেরপুরের সাধারণ সম্পাদক জাকির হোসেন,মাগুরা জেলার সাধারণ সম্পাদক সরাফত হোসেনসহ আরো অনেকে।
সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকার বলেন, সংলাপের মূল উদ্দেশ্য হলো জনগণের মতামত ও প্রত্যাশা ভিত্তিক একটি ‘জাতীয় সনদ’ তৈরি করা, যা ভবিষ্যৎ নীতিনির্ধারণে সহায়ক হবে এবং রাজনৈতিক দলগুলো এই সনদ মেনে চলতে বাধ্য থাকবে।
সংলাপে মূলতঃ দেশের বর্তমান পরিস্থিতি, গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে সচেতন ও সোচ্চার জনগোষ্ঠীর ভূমিকা, এবং ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা করা হয়।
সুজন এবং জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, এই সনদ নাগরিকের সকল অধিকার সুরক্ষিত করতে পারবে। এর মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
সংলাপে বক্তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সংবিধান সংশোধন, পুলিশ সংস্কার, স্থানীয় সরকার ও বিচার বিভাগের স্বাধীনতা, সংসদ সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মানুষের বাক স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করার মতো বিষয়গুলোতে জোর দেন।
জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সংবিধান হলো জনগণের মতামতের প্রতিফলন এবং জনগণের অধিকারের রক্ষাকবচ। সেক্ষেত্রে সুজনের দেশজুড়ে সংলাপের আয়োজন প্রশংসার দাবিদার।
সংলাপে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা বলেন, গণতন্ত্র টেকসই করতে হলে নাগরিকদের অধিক সক্রিয়, সচেতন এবং সংগঠিত হতে হবে। রাষ্ট্রীয় কাঠামোতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই সুশাসনের মূল চাবিকাঠি।এই জাতীয় সনদ ভবিষ্যতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সহায়ক হবে।
সুশাসনের জন্য নাগরিক- সুজনের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম জানান, সুজনের পক্ষ থেকে একটি জাতীয় সনদ চূড়ান্তকরণের লক্ষ্যে সারাদেশে মোট ১৫টি নাগরিক সংলাপ আয়োজনের পরিকল্পনা করা হয় যা আগামী ২৩জুলাই শেষ হবে।নাগরিক সংলাপে শিক্ষক, সাংবাদিক, আইনজাবী, তরুণ-যুব সমাজের প্রতিনিধি ও কৃষিজীবীসহ ব্যবসায়ী, উন্নয়ন কর্মী, মানবাধিকার কর্মী, পরিবেশ আন্দোলনের কর্মী ও প্রতিবন্ধীসহ সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিত্বকারী নাগরিকগণ অংশ নেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ