অন্যান্য

যশোরে পরিবহনের ভেতর থেকে হেলপারের রক্তাক্ত মরদেহ উদ্ধার

  প্রতিনিধি 16 November 2024 , 1:04:43 প্রিন্ট সংস্করণ

যশোর শহরের মনিহার সিনেমা হল এলাকায় দাঁড়িয়ে থাকা সরদার ট্রাভেলস নামে একটি পরিবহনের ভিতর থেকে এক বাস হেলপারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের মনিহার এলাকায় পরিবহনের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।

নিহত হেলপার বাপ্পি (২৫)। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
পুলিশ ও বাসের ড্রাইভার জানায়, মনিহার বাসস্ট্যান্ড মোড়ে মনিরুদ্দিন তেল পাম্প থেকে তেল নিয়ে যশোর-ঢাকা মহাসড়কের পাশে পরিবহনটি বন্ধ করে রাত তিনটার দিকে ড্রাইভার এবং সুপারভাইজার গাড়িতে হেলপার কে রেখে চলে যায়। গাড়িতে হেলপার একাই ছিলো। সকালে ড্রাইভার ও সুপারভাইজার এসে তাকে রক্তাক্ত মৃত অবস্থায় দেখে কোতয়ালী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে নিহত হেলপারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক, ডিবি পুলিশ ও র‌্যাবসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, নিহত বাপ্পির পিঠে ও কোমরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এবং গাড়ির ভিতরে হত্যার কাজে ব্যবহৃত একটি ছুরি পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

আপর একটি সূত্র জানায়, গাড়ির ড্রাইভার ও সুপার ভাইজার কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ