অন্যান্য

যশোরে পিতাকে হত্যার ঘটনায় ছেলে রমিম আটক, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার

  প্রতিনিধি 22 June 2025 , 12:51:45 প্রিন্ট সংস্করণ

জেমস আব্দুর রহিম রানা, যশোর:

যশোরের চৌগাছায় মাদকাসক্ত ছেলের হাতে পিতার নির্মম হত্যার ঘটনায় রমিম ইসলাম (২৩) কে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিও উদ্ধার করা হয়েছে।

পিবিআই জানায়, গত ৭ মার্চ ভোরে চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম (৪১) তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী সেহরির প্রস্তুতির জন্য ঘুম থেকে উঠে বাইরে গেলে, তারই ছেলে রমিম ইসলাম ঘরে ঢুকে পিতাকে এলোপাতাড়ি চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। আহত অবস্থায় শরিফুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পরপরই পিবিআই যশোর ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় রমিমের অবস্থান শনাক্ত করে ২০ জুন বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকার ঠাকুরবাড়ি টেক থেকে তাকে আটক করা হয়। পরে তার দেখানো মতে চাপাতিটি নিজ বাড়ির মাঠপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমিম স্বীকার করেছে, মাদকসেবনের টাকা না দেওয়ায় পিতার সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। বিয়ের পরেও কোনো কাজ না করে নিয়মিত বাবার কাছে টাকা চাইত সে। এসব নিয়ে পিতা শরিফুল ইসলাম প্রায়ই বকাঝকা ও মারধর করতেন। একপর্যায়ে তাদের আলাদা করে দেওয়া হয়। ক্ষোভ থেকে সে হত্যার পরিকল্পনা করে এবং পরিকল্পনা অনুযায়ী হামলা চালায়।
২১ জুন চৌগাছা আমলী আদালতে হাজির করলে রমিম ইসলাম বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
উল্লেখ্য, নিহতের স্ত্রী হাছিনা খাতুন বাদী হয়ে চৌগাছা থানায় হত্যা মামলা দায়ের করলে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই যশোর।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ