অন্যান্য

যশোরে ফেক ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি, আওয়ামী লীগ সমর্থক সাজ্জাদ আটক

  প্রতিনিধি 18 August 2025 , 11:00:01 প্রিন্ট সংস্করণ

যশোরে ফেসবুকে ভুয়া ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ সমর্থক সাজ্জাদ হোসেন সাজুকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে শহরতলীর পুলেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার সিদ্দিক হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার।

পুলিশ জানায়, সাজ্জাদ হোসেন সাজু তার নিজস্ব ফেসবুক আইডি থেকে যশোরে যুবলীগ কর্মীকে গণপিটুনি দিয়ে হত্যার চেষ্টা শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন। তবে ভিডিওটি যশোরের নয়, বহু আগের দেশের অন্য একটি স্থানে সংঘটিত মারধরের ঘটনা। সেটিকে বিকৃতভাবে ব্যবহার করে যশোরের ঘটনা হিসেবে প্রচার করা হয়। এর মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করা, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়।

বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসলে নির্দেশনা অনুযায়ী শনিবার রাতে অভিযান চালিয়ে সাজ্জাদকে আটক করে ডিবি পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেন। পরে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

কোতয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, গত বছরের ৪ আগস্ট জেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাজ্জাদ হোসেন সাজুর সংশ্লিষ্টতা পাওয়া গেছেভ ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ