অপরাধ

যশোরে বাঁশ দিয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করলো স্বামী

  প্রতিনিধি 10 March 2025 , 9:12:53 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক

যশোরের চৌগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর বাঁশের আঘাতে রেক্সোনা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার পিংকুনারায়ণপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রেক্সোনা খাতুন পিংকুনারায়ণপুর গ্রামের রাকিবুল ইসলাম সিজারের (৪৫) স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিবুল ইসলামের প্রথম স্ত্রী ঢাকায় থাকেন, প্রথম স্ত্রীর সন্তান বাবার সঙ্গেই গ্রামে বসবাস করে। তিনি মাঝে মাঝে মেয়ের জন্য মিষ্টি বা খাবার কিনে আনতেন, যা নিয়ে বর্তমান রাকিবুলের দ্বিতীয় স্ত্রী রেক্সোনা খাতুনের সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো। আজ সকালে এ বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে রাকিবুল ইসলাম কাজে বের হতে চাইলে রেক্সোনা খাতুন তাকে বাধা দেন। রাকিবুল ইসলাম রাগান্বিত হয়ে বাঁশ দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এতে রেক্সোনা ঘটনাস্থলেই মারা যান।

চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনার পর থেকে আসামি রাকিবুল ইসলাম সিজার পলাতক রয়েছেন। পুলিশ হত্যার সঠিক কারণ উদ্‌ঘাটন ও আসামিকে গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ