অন্যান্য

যশোরে বিজিবির অভিযানে বিদেশী মদ সহ বিপুল পরিমাণ মালামাল আটক।

  প্রতিনিধি 26 December 2024 , 3:53:55 প্রিন্ট সংস্করণ

 

 

মোঃ শাওন হোসেন, শার্শা প্রতিনিধি:

 

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে বিদেশী মদ, শাড়ী, থ্রী পিস, কম্বল ও কসমেটিক্স সামগ্রী এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে ০২ জন বাংলাদেশী নাগরিক আটক প্রসংগে

 

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে বেনাপোল বিওপি, শিকারপুর বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ১৮,৯২,০০০/-(আঠার লক্ষ বিরানব্বই হাজার) টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, কিটনাশক, কম্বল ও কসমেটিক্স সামগ্রী আটক করে। অপর আর একটি অভিযানে শিকারপুর বিওপি টহলদল কর্তৃক পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ০২জন বাংলাদেশী নাগরিক আটক করতে সক্ষম হয়।

 

আটককৃত বাংলাদেশী নাগরিক-১। মোছাঃ সুমি খানম (২৫), পিতাঃ মোঃ বুলু মুন্সি, গ্রাম: সরকেরডাঙ্গা, পোস্ট: বাশগ্রাম, থানা: নড়াইল, জেলা: নড়াইল, ২। পিংকি সরকার (২৫), পিতাঃ ফিলিপ সরকার, গ্রামঃ বড়দল, পোস্ট: বড়দল, থানাঃ আশামনি, জেলাঃ সাতক্ষীরা।

 

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ