অন্যান্য

যশোরে মাদক সেবন নিয়ে বাকতিণ্ডা,বাঁশের লাঠি কেড়ে নিলো ইকলাসের প্রাণ

  প্রতিনিধি 31 December 2024 , 7:38:33 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

যশোরের বাঘারপাড়ায় মাদক সেবন করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাঁশের লাঠির আঘাতে ইকলাস মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইকলাস উপজেলার বুধপুর গ্রামের পিতা ইজাহার মোল্লার ছেলে।

 

স্থানীয়রা জানান-মাদকদ্রব্য সেবন করাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় স্থানীয় তারেক নামে এক যুবকের সাথে কথা কাটাকাটি হয় ইকলাসের। এর একপর্যায়ে তারেক বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে এসন কিন্তু কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানান-মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তর জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ