অন্যান্য

যশোরে মুক্তেশ্বরী নদী গায়েব! নদীর বুকে প্লট বিক্রি, হুমকিতে আমন চাষ

  প্রতিনিধি 10 August 2025 , 6:38:22 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে মুক্তেশ্বরী নদীর প্রায় ১০ বিঘা জায়গা ভরাট করে প্লট বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। নদীর এই অংশ দখল হয়ে যাওয়ায় বিল হরিণায় তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছে, হুমকির মুখে পড়েছে হাজারো বিঘা জমির আমন ধান চাষ।

সরেজমিন দেখা গেছে—চাঁচড়া দক্ষিণপাড়া ও ভাতুড়িয়া পূর্বপাড়ার মাঝের নদীপথ মাটি ফেলে সম্পূর্ণ ভরাট করা হয়েছে। উত্তরপ্রান্তে বাঁধ দিয়ে প্রবাহ বন্ধ, আর সেখানে টাঙানো প্লট বিক্রির সাইনবোর্ড। আগে বর্ষার পানি ও যশোর শহরের পানি এই নদী হয়ে বিল হরিণায় নামত, কিন্তু পথ বন্ধ থাকায় এখন পানি শুধুই জিয়ার খাল দিয়ে যাচ্ছে—ফলে বিলের পানি বের হতে পারছে না।

স্থানীয়দের অভিযোগ, বহু বছর মাছ চাষের নামে নদী দখল করা একটি প্রভাবশালী চক্র গোপনে জমির শ্রেণি পরিবর্তন করে ব্যক্তিমালিকানায় নিয়েছে। এখন সেই জমি ভাগ করে বিক্রি করছে। বাপা (বাংলাদেশ পরিবেশ আন্দোলন) ও স্থানীয়রা দখল উচ্ছেদ ও দায়ীদের শাস্তি দাবি করেছেন।

ভাতুড়িয়ার বাসিন্দা তবিবর রহমানের ক্ষোভ—“যে নদীতে পাট জাগ দিয়েছি, গরু-ছাগল গোসল করিয়েছি, আজ সেটি নেই—শুধু প্লটের সাইনবোর্ড!” অন্যদিকে বৃদ্ধ কাশেম মোড়ল জানান, নদীর মাঝ বরাবর দখল হয়ে যাওয়ায় বিলের পানি আটকে হাজার বিঘা জমি ডুবে আছে, ঘরবাড়িতেও পানি উঠছে।

এদিকে জমি বিক্রির সাইনবোর্ডে থাকা নম্বরের মালিক নূর ইসলাম নুরু দাবি করেছেন, জমি ব্যক্তিমালিকানার এবং বৈধ দলিল রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী স্পষ্ট বলেছেন—“নদীর জমি ব্যক্তিমালিকানায় যাওয়ার সুযোগ নেই, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের একটাই দাবি—দখল উচ্ছেদ করে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দাও, নইলে বিল হরিণা ও আশপাশের জনপদে ধ্বংসযজ্ঞ ঠেকানো যাবে না।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ