অন্যান্য

যশোরে লক্কড়-ঝক্কড় গাড়ির দিন শেষ? বিআরটিএ’র কড়া অভিযান শুরু !

  প্রতিনিধি 21 July 2025 , 12:06:48 প্রিন্ট সংস্করণ

জেমস আব্দুর রহিম রানা: যশোরের সড়ক-মহাসড়কে আর চলবে না পুরোনো, জরাজীর্ণ বাস-ট্রাক। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা কমাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যশোর সার্কেল শুরু করেছে বিশেষ অভিযান। কেন্দ্রীয় নির্দেশের পর আজ রোববার (২০ জুলাই) সকাল থেকে এই অভিযান শুরু হয়েছে, যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে পরিবহন মহলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই অভিযানে ২০ বছরের বেশি পুরোনো বাস-মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক-কাভার্ডভ্যানসহ অন্যান্য মেয়াদোত্তীর্ণ মোটরযান চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অভিযানের সূচনা হয় দুপুর ১২টায় যশোর মণিহার এলাকা থেকে। এই বিশেষ কার্যক্রমে বিআরটিএ-কে সহযোগিতা করছে যশোর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং মালিক ও শ্রমিক ইউনিয়ন। এরপর যশোর-নড়াইল রোডে চলাচলকারী বাস ও ট্রাক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হয়।

বিআরটিএ যশোর সার্কেলের সহকারী পরিচালক এ.এস.এম. ওয়াজেদ হোসেন জানিয়েছেন, অভিযানের প্রথম দিনেই ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ ১০টি বাস-ট্রাক বন্ধ করে দেওয়া হয়েছে। এটি মূলত মালিক সমিতির উদ্যোগেই সম্ভব হয়েছে। তিনি আরও জানান, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা কমাতে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এই গুরুত্বপূর্ণ অভিযানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমুর রহমান নাইম, বিআরটিএ যশোর সার্কেলের সহকারী পরিচালক এ.এস.এম. ওয়াজেদ হোসেন, পুলিশ ইন্সপেক্টর মামুনুর রশিদ, এবং মোটরযান পরিদর্শক তারিক হাসান ও অনিমেষ মন্ডল। সংশ্লিষ্টরা আশাবাদী, এই অভিযানের ফলে সড়কের শৃঙ্খলা ফিরে আসবে এবং যাত্রীরা আরও নিরাপদে চলাচল করতে পারবেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ