অন্যান্য

যশোরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক আহত

  প্রতিনিধি 31 December 2024 , 2:02:50 প্রিন্ট সংস্করণ

 

সজীব সরদার (যশোর)

 

যশোরের সদর উপজেলার সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে উপজেলার ইছালী ইউনিয়নের হাসিমপুর ঢাকা যশোর মহাসড়ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের দলেন নগর গ্রামের মৃত ওয়াজেদ আলী মোল্যার ছেলে মুস্তাফিজুর রহমান (৪৮) গুরতর আহত হন। তিনি সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আলমনগর দাখিল মাদ্রাসার মৌলভী শিক্ষক। জানা যায়, সোমবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মাটির ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে জানতে চাইলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইন্টার্ন ডা. তামিম হাসান জানান, মোস্তাফিজুর রহমান নামে একজন ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে আসলে প্রথমিক চিকিৎসা দিয়ে সার্জারী বিভাগের অর্থপেডিক্স ইউনিটে ভর্তি করা হয়েছে। তার ডান পায়ের হাড় পুরোপুরি ভেঙ্গে গেছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ