যশোর, ১৩ জুলাই ২০২৫:
মাগুরার শালিখা উপজেলার পোরাগাছি গ্রামের একজন করোনা আক্রান্ত বৃদ্ধ রোগী আজ বিকেল ৫টা ৫০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগতে থাকা এই রোগী সম্প্রতি রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, যেখানে গত ১১ জুলাই তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।
উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত। এই ভর্তির ঘটনা স্থানীয়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়েছে, কারণ যশোর জেনারেল হাসপাতাল করোনা চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত।