রিপন হোসেন সাজু।।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেফতার এবং চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা নড়াইল, গোপালগঞ্জ, মাগুরা ও যশোর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ডিবি সূত্রে জানা যায়, গত বুধবার বেলা ১২টা ৩০ মিনিটে কোতোয়ালি থানার পালবাড়ি এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের সদস্য শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪২) কে প্রথমে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নড়াইল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হোসাইন (৩৮), লিটন মিয়া (২৮) ও শফিকুল ইসলাম (৪০) নামের আরও তিনজনকে আটক করে ডিবি পুলিশ।
এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নড়াইল জেলার কালনা ঘাট এলাকা থেকে আকাশ সরদার (২৭) ও মো. শাকের (২২) নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। আকাশের হেফাজত থেকে একটি লাল রঙের অঢ়ধপযব মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া গোপালগঞ্জের সাতপাড়া এলাকা থেকে আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ভাষ্য, গ্রেফতারকৃতরা একটি পেশাদার মোটরসাইকেল চোর চক্রের সদস্য এবং তারা আন্তঃজেলা পর্যায়ে চুরি সংঘটিত করে থাকে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, নড়াইল আলফাপুর এলাকার মো. হোসাইন (৩৮), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার তিলছাড়া গ্রামের মো. শাকের (২২) একই থানার জিকাবাড়ি গ্রামের আকাশ সরদার (২৭), নড়াইল জেলার লোহাগড়া থানার দেবী গ্রামের শফিকুল ইসলাম (৪০), যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪২) ও মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মণ্ডলগাতী গ্রামের লিটন মিয়া (২৮)।
এসময় তাদের কাছ থেকে দুইটি ১৬০সিসি এ্যাপাসি, একটি ১১০ সিসি ডিসকভার ও ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।