মোঃ আল আমিন
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট পাঁচবিবি উপজেলার বাংলাহোপ যুগান্তর রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে পাঁচবিবির বাংলাহোপ আদিবাসী মিশনের এতিম অসহায় শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
২'শতাধিক অনাথ আদিবাসী শিশু কিশোরের অংশগ্রহণে রেলি, আদিবাসী সংস্কৃতির নাচ-গান, আলোচনা সভা ও কেক-কাটার মধ্যদিয়ে জনপ্রিয় দৈনিক যুগান্তর পত্রিকার গৌরবময় রজত জয়ন্তী উদযাপন করা হয়। জয়পুরহাটের পাঁচবিবির বাংলাহোপ আদিবাসী মিশনের এতিম অসহায় শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বুধবার দুপুরে উপজেলার হাজরাপুর বাংলাহোপ মিলনায়তনে যুগান্তরের রজত জয়ন্তী উদযাপনে স্থানীয় প্রতিনিধি আকতার হোসেন বকুলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সংগ্রামী ছাত্রনেতা মোঃ শামীম হোসেন মন্ডল। এসময় ছাত্রনেতা বলেন, যুগান্তর পত্রিকা সমাজের অবহেলিত মানুষের কথা বলে এবং তাদের পাশে দাঁড়ায়। বাংলাহোপের অধ্যক্ষ সঞ্জয় কিসকুর ও স্পন্সরশিপ ডিরেক্টর পানুয়েল বারোয়েল উপস্থিত ছিলেন।