প্রতিনিধি 17 June 2025 , 2:58:02 প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, “আমি যুদ্ধবিরতির চেয়ে ভালো কিছু চাই। আমি চাই এই সংঘাতের একটি সত্যিকার সমাপ্তি।”
এই মন্তব্য তিনি করেছেন যখন ইরান-ইসরায়েল উত্তেজনা গড়িয়েছে পঞ্চম দিনে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “একটি সত্যিকার সমাপ্তি। যুদ্ধবিরতি নয়, আমি চাই একটি চূড়ান্ত সমাধান।
এছাড়াও ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্রের অধিকার পেতে পারে না। পরবর্তীতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া পোস্টে তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতির আলোচনার জন্য তিনি এখনো ইরানের সঙ্গে যোগাযোগ করেননি। তবে আলোচনার দরজা খোলা রেখেছেন তিনি।
তিনি লিখেছেন, “তারা যদি কথা বলতে চায়, তারা জানে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হয়। তাদের আলোচনার টেবিলে থাকা একটি চুক্তিতে স্বাক্ষর করা উচিত, যা বহু প্রাণ রক্ষা করবে।
বিশ্বজুড়ে এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, ট্রাম্প পুনরায় আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে চাইছেন, বিশেষ করে প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তে।