অন্যান্য

যুবদল নেতা হত্যাকে কেন্দ্র করে বিএনপির পাল্টাপাল্টি মামলা

  প্রতিনিধি 2 January 2025 , 9:01:18 প্রিন্ট সংস্করণ

 

আনোয়ার সাঈদ তিতু

 

কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা আশরাফুল হত্যার ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রাতে জেলা কৃষক দল নেতা আবু জাফর সোহেল রানার স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে এ মামলা করেন। এতে অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করা হয়েছে।

 

মামলা ও বিএনপির নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ ডিসেম্বর রাতে থানা চত্বরে নারীঘটিত বিষয়ে সালিস বৈঠক চলাকালে বিএনপির দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে মারামারি হয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম (৩৮) নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে আশরাফুলের সমর্থক নেতাকর্মী ও জনতা উত্তেজিত হয়ে জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানার উলিপুরস্থ বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

 

হত্যকাণ্ডের ঘটনায় নিহত আশরাফুলের বাবা আয়নাল হক বাদী হয়ে গত বছরের ২৮ ডিসেম্বর সাবেক ছাত্রদল নেতা ফিরোজ কবির কাজল ও আবু জাফর সোহেল রানাসহ ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

 

এদিকে আবু জাফর সোহেল রানার বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, চাঁদাদাবির অভিযোগে তার স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ ৭৮ জনের নাম উল্লেখসহ মোট ১২৮ জনকে আসামি করে থানায় মামলা করেন।

 

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া বলেন, মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারাসহ আরও অনেকে আমরা নিহত আশরাফুলের মরদেহ নিয়ে রাত ১০টা পর্যন্ত উলিপুর হাসপাতালেই ব্যস্ত ছিলাম। উলিপুর বাজারে বিচ্ছিন্নভাবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা অবগত নই। রাজনৈতিক ভাবে সুনামক্ষুন্নের জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

 

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তার করা হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ