অন্যান্য

যৌথ বাহিনীর অভিযানে অভয়নগর থেকে মাদক সহ ৫ মাদক কারবারি আটক

  প্রতিনিধি 4 October 2024 , 10:49:47 প্রিন্ট সংস্করণ

মতিন গাজীঃ

যশোরের অভয়নগরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকদ্রব্যসহ ৫ জন কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে উপজেলার বৌবাজার এলাকায় মাদক কারবারী মমিন উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বুইকারা গ্রামের মৃত হাসিমের ছেলে মাদক কারবারি মমিন উদ্দিন (৪০), একই গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সালাম (৩৯), আবুল বাশারের ছেলে জালাল হোসেন (৩৮), কুবাতের ছেলে ইমন (২৩) ও রশিদুলের ছেলে নাঈমুর রহমান জয় (২৩)। এসময় উদ্ধার করা হয় ৪০ লিটার দেশিয় মদ, একটি বিদেশি ছুরি, ৫টি মোবাইল ফোন, নগদ ৪ হাজার ৭৩৫ টাকা, ৫টি বিদেশি মদের বোতল ও একটি বেসবল ব্যাট। বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে উপজেলার বৌবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি চৌকশ দল যৌথভাবে অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য ও নগদ টাকাসহ বিভিন্ন অবৈধ মালামাল উদ্ধার করা হয়। আটক ৫ কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আমাদের সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ