আইন আদালত

রংপুরের গঙ্গাচড়ায় রুবেল হত্যা মামলায় এক বছর পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কেউ

  প্রতিনিধি 10 April 2025 , 11:45:54 প্রিন্ট সংস্করণ

মোঃ সাইফুল ইসলাম ( বকুল)

রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানার রুবেল হত্যার আসামি ১/মোছাঃ তাসমিনা বেগম বয়স ২৭ , পিতা মোঃ তোহসিন আলী, সাং গজঘনটা বালাটারি । ২/মোঃ হাসান আলী (৪৬) , পিতা মৃত বক্কর আলী , সাং ছোট রূপাই। ৩/ তোহসিন আলী (৩৫) পিতা মৃত ইয়াসিন আলী। ৪/ মোঃ বেলায়েত হোসেন (৫০) , পিতা মৃত মনিরউদ্দিন, সাং ছোট রূপাই, হিন্দু পাড়া। ৫/ মোঃ মাক্কের আলী (৫০) পিতা মৃত মোকসেদ আলী । ৬/ মোঃ ইয়াসিন আলী (৩১) পিতা মোঃ আলম মিয়া। ৭/ মোঃ বাবু মিয়া (২৮) পিতা মোজাহার আলী , সাং ছোট রূপাই ( মর্নেয়া) থানা গঙ্গাচড়া জেলা রংপুর। এদের নামে গত ০৪-১২-২৪ ইং তারিখে মামলা নং – ০৩/২৪ মোতাবেক মামলা রুজু হয়। বিগত ১ বছর পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কেউ, ছেলে হত্যার বিচার চেয়ে দারে দারে ঘুরছে তার বৃদ্ধ বাবা মা।

আসামীগণ রূপাই গ্রামের আলেমার বাজারে (মর্নেয়া) প্রকাশ্য দিবালোকে বাদী রুবেলের বাবা মাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে । যার কারণে গত ০৮-০৪-২৫ ইং তারিখে জিডি ট্র্যাকিং নং: USF6HB , জিডি নং : ৪৬২ আফিসার ইনচার্জ গঙ্গাচড়া মডেল থানা রংপুর বরাবর সাধারণ ডাইরি করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ