অন্যান্য

‎রংপুরে ধর্ষণের শিকার পোষা মুরগী! বিকৃত ঘটনার তদন্তে নড়েচড়ে বসেছে প্রশাসন

  প্রতিনিধি 2 May 2025 , 4:44:49 প্রিন্ট সংস্করণ

‎জাকারিয়া আল ফয়সাল:

‎রংপুরের পীরগাছায় এক নজিরবিহীন ও বিভৎস ঘটনার অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, এক ব্যক্তি তার প্রতিবেশীর পোষা মুরগীকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। এতে এলাকায় নেমে এসেছে চরম ক্ষোভ ও বিস্ময়।

‎মোছাঃ হোসনে আরা বেগম (৩২), স্বামী- মোঃ জাহেদুল ইসলাম, পবিত্রঝাড় ফরিঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা, পীরগাছা থানায় লিখিত অভিযোগে জানান, ১ মে ২০২৫ তারিখ দুপুরে তার একটি কোলো রঙের পোষা মুরগী প্রতিবেশী মোঃ আলগমীর হোসেন (৩৫)-এর বাড়ির আঙিনায় গেলে, অভিযুক্ত ব্যক্তি মুরগীটিকে ধরপাকড় করে নিজের ঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়।

‎মুরগীটির করুণ চিৎকারে তার জা মোছাঃ কবিরন বেগম এগিয়ে গিয়ে অভিযুক্তের ঘরের সামনে গেলে সে মুরগীটি ছেড়ে দেয়।

‎ঘটনার পর থেকে মুরগীটি অসুস্থ হয়ে পড়ায় সেটিকে থানায় নিয়ে এসে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

‎অভিযোগকারীর ভাষ্যে, অভিযুক্ত ব্যক্তি স্থানীয়ভাবে কারো বিচার মানেন না এবং যেকোনো সময় তাদের ক্ষতি করতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। এলাকাবাসীও জানিয়েছেন, অভিযুক্ত আলগমীর পূর্বেও নানা অপ্রত্যাশিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।

‎পীরগাছা থানার ওসি জানান, অভিযোগটি গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে এবং পশু নিপীড়নের বিষয়টিকে কেন্দ্র করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎এদিকে ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে পশু অধিকারকর্মী এবং সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছেন। অনেকেই বলেছেন, বিকৃত মানসিকতার এমন জঘন্য উদাহরণ মানবিকতাকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ