সারাদেশ

রংপুরে ২০ বছরের যুবকের রহস্যজনক মৃত্যু, নিজ ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার

  প্রতিনিধি 10 April 2025 , 7:49:24 প্রিন্ট সংস্করণ

মোঃ সাইফুল ইসলাম

রংপুর মহানগরীর কোতোয়ালি থানা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের নীলকন্ঠ গ্রামে মোঃ জুবায়ের (২০) নামে এক যুবককে নিজ ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

মোঃ জুবায়ের, পিতা মোঃ জাহেদুল ইসলাম, নীলকন্ঠ গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পোষ্টমর্টেম রিপোর্ট পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া না গেলেও, পুলিশ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে। তবে, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ