অন্যান্য

রংপুর নগরীর কিশোর গ্যাং এর চার সদস্য গ্রেফতার

  প্রতিনিধি 8 March 2025 , 6:47:07 প্রিন্ট সংস্করণ

মোঃ আরিফুল ইসলাম

 

রংপুরে কিশোর গ্যাং কর্তৃক জোরপূর্বক অপহরণ করে সমকামিতার ভিডিও ধারণের অভিযোগের ভিত্তিতে চার সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রংপুর নগরীর জুম্মাপাড়া সুইপার কলোনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নাইম, শুভ, জিহাদ ও কাদের।

গ্রেফতারকৃত ৪ সদস্যদের বিরুদ্ধে শুক্রবার বিকেলে কোতোয়ালী থানায় মামলা করেছেন ভুক্তভোগী যুবক।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে রংপুর নগরীর সিটি বাজার এলাকা থেকে স্থানীয় কিশোর গ্যাং ও দুর্বৃত্তের একটি দল ২৫ বছরের ওই যুবককে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তারা মোবাইল ফোন ও ঘড়ি ছিনিয়ে নেওয়ার পর মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করে।

ভুক্তভোগীর মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা স্বজনের সঙ্গে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে ২৫ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেয়। পুরো মুক্তিপণ না পাওয়ায় নাইম ও জিহাদ ভুক্তভোগীকে সমকামিতায় বাধ্য করে এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগীকে হুমকি দেয় বাকি টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়া হবে। তার কিছুক্ষণ পর ভুক্তভোগীকে ছেড়ে দেয় দলটি।

এ ঘটনায় ভুক্তভোগী যুবক পুলিশ ও সেনাক্যাম্পে অভিযোগ করলে ৩০ ইস্টবেঙ্গল রেজিমেন্টের মেজর রেফায়েত ওসমানের নেতৃত্বে সেনা ও পুলিশের একটি যৌথ দল কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন পরিচালনা করে নগরীর জুম্মাপাড়া সুইপার কলোনি এলাকা থেকে ওই ৪ জনকে গ্রেফতার করা হয়।

 

এ বিষয়ে রংপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গ্রেফতারকৃত ৪ কিশোর গ্যাং এর সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ