আরিফুল ইসলাম:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শতচেষ্টা সত্বেও সর্বোচ্চ সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। সরেজমিনে গিয়ে যায় চিকিৎসারত রোগীদের নাজেহাল অবস্থা । বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখা যায় রোগীদের থাকার বেড পর্যাপ্ত পরিমাণ না থাকায় ওয়ার্ডের মেঝেতে রোগীদের চিকিৎসা গ্রহণ করতে দেখা যায়। রোগীর স্বজনদের কান্নার আহাজারিতে ভারী ওয়ার্ডগুলো।উন্নত চিকিৎসার অভাবে প্রতিদিন ৭/৮ জন রোগী মারা যাচ্ছে।বেশিরভাগ রোগী সড়ক দূর্ঘটনা,এলাকায় মারামারি সংক্রান্ত ও স্টক করা রোগী।উন্নত চিকিৎসার অভাবে এসব রোগী মারা যায় বলে জানিয়েছে অনেক রোগীর আত্নীয়স্বজন।কার্ডিওলজি বিভাগে রফিকুল(৭০),পিতা-মোহাম্মদ আলী,বদরগন্জ,রংপুর একজন রোগী মারা যায়।আবার অনেক রোগীর আত্নীয়স্বজন জানিয়েছে উন্নত চিকিৎসার জন্য আগে রোগীরা ভারত যেত।কিন্তু এখন এই সুযোগ না থাকায় অনেকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন।অনেকের অন্যানো দেশে চিকিৎসা করার অর্থ ও সামর্থ্য নেই।এক্ষেত্রে দ্রুত দেশের চিকিৎসা সেবা উন্নতির দাবী জানিয়েছে ভুক্তভোগী। অপরদিকে বিভিন্ন ওয়ার্ডের সিলিং ফ্যানগুলো, মর্গের ফ্রিজারগুলো দীর্ঘদিন অকেজে হয়ে পড়ে যাচ্ছে। আসন্ন গ্রীষ্মের মধ্যে এসব সমস্যার সমাধান না করলে জনগন প্রকট সমস্যায় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আবার রমেকের ওয়ার্ডগুলোও পর্যাপ্ত পরিষ্কার নয়।বিশেষ করে মর্গের পাশে ময়লা-আবর্জনার স্তুপ দূর্গন্ধ ও জনভোগান্তির সৃষ্টি করছে।এগুলো বিষয়ে একাধিকবার পত্রপত্রিকায় লেখা স্বত্তেও কর্তৃপক্ষ পর্যাপ্ত ব্যবস্থা নেন নি।
এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানের দেখা করতে গিয়ে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানায়, বিষয়টি তার আমলে থাকল এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা তিনি দ্রুততম সময়ে নিবেন বলে জানান।