আরিফুল ইসলাম
২৭ ফেব্রুয়ারী ২০২৫: রংপুর র্যাব-১৩-এর চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় আজ সকালে দুটি পৃথক অভিযানে মোট ১১৭৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
প্রথম অভিযানে, আনুমানিক সকাল ০৮:২০ ঘটিকায় রংপুর সদর কোম্পানীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী ৭ নং ওয়ার্ডের উত্তর জাওরানী গ্রামে অবস্থিত জনৈক রাকিবুল ইসলাম-এর বাসতবাড়ির উত্তর পার্শ্বে কাঁচা রাস্তায় অভিযান চালায়। এই অভিযানে ৫২৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয় এবং মাদক ব্যবসায়ী হিসেবে নিম্নলিখিত ৪ জনকে গ্রেফতার করা হয়: ১. নজরুল ইসলাম (৩০) – পিতা: মৃত আব্দুল ছামাদ ২. মোঃ আমিনুর ইসলাম (৫৫) – পিতা: মোহাম্মদ আলী ৩. শ্রী সুধীর চন্দ্র (৩৫) – পিতা: ফণি বর্মন ৪. মোঃ রাকিব ইসলাম (৩৬) – পিতা: মোঃ আবদার আলী
পরবর্তীতে, আনুমানিক সকাল ১০:৫০ ঘটিকায়, একই র্যাব-১৩, সদর কোম্পানীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ৫ নং চন্দ্রপুর ইউপির ৭ নং ওয়ার্ডের খামারভাতি, পশ্চিমপাড়া গ্রামে অবস্থিত মোঃ জনাব আলী (৪২) – পিতা: জবেদ আলী-এর বাসতবাড়ির পিছনে কাঁচা রাস্তায় অভিযান চালায়। এই অভিযানে ৬৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। সেখানে মাদক ব্যবসায়ী হিসেবে ১ জনকে গ্রেফতার করা হয়, যার মধ্যে রয়েছেন:
১. খবির উদ্দিন (৭০) – পিতা: মৃত জবেদ আলী
সাথে সাথে, একই অভিযানে মোঃ লাভলু (৪৫) – পিতা: খবির উদ্দিন এবং মোঃ জাকির হোসেন (৪০) – পিতা: খবির উদ্দিন, দুইজন মাদক ব্যবসায়ী সুকৌশলে পালিয়ে যান।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।