আন্তর্জাতিক

রক্তপাত এড়াতে নিজেই ধরা দিলেন প্রেসিডেন্ট ইউন

  প্রতিনিধি 15 January 2025 , 8:21:39 প্রিন্ট সংস্করণ

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল তদন্তকারীদের সামনে হাজির হয়েছেন। কয়েকদিন ধরে তার গ্রেপ্তারের জন্য দক্ষিণ কোরিয়ার পুলিশ অভিযান চালাচ্ছিল। বুধবার (১৫ জানুয়ারি) ভোরে তিন হাজারের বেশি পুলিশ কর্মকর্তা তার বাসভবনের সামনে অবস্থান নেন। তবে সহিংসতা ও রক্তপাত এড়াতে ইউন নিজেই তদন্তকারীদের কাছে গিয়ে হাজির হওয়ার সিদ্ধান্ত নেন।

গত ৩ ডিসেম্বর সামরিক আইন জারির পর কোরিয়ান আইনপ্রণেতারা তাকে ক্ষমতাচ্যুত করার পক্ষে ভোট দেন। ফলে ইউনকে অভিশংসিত করা হয়। এরপর থেকে তিনি তার বাসভবনে আটক অবস্থায় ছিলেন। সেখানে তার নিরাপত্তার জন্য সেনাবাহিনীর একটি দল নিয়োজিত ছিল। একবার তাকে গ্রেপ্তার করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছিল।

ইউন তার এক বিবৃতিতে বলেন, আমি সিআইওর তদন্তে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদিও এটি অবৈধ তদন্ত। তবুও রক্তপাত এড়াতে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইউনের গাড়িবহর তার অভিজাত বাসভবন থেকে সিউলের বেভারলি হিলস নামক এলাকা থেকে বের হয়ে তদন্তকারীদের অফিসে পৌঁছায়। সেখানে তাকে দ্রুত নিরাপত্তা বলয়ে ভবনের পেছনে নিয়ে যাওয়া হয়। তবে, সেখানে অপেক্ষা করা সংবাদকর্মীদের সঙ্গে তিনি কোনো মন্তব্য করেননি।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

আরও খবর: আন্তর্জাতিক

মিটফোর্ড হত্যাকাণ্ড: মুসলিম সোহাগকে ‘হিন্দু’ বানালো ইন্ডিয়া টুডে, উদ্দেশ্য কি বিভেদ সৃষ্টি?

ভয়ংকর সময়ের শেষ পৃষ্ঠায় দাঁড়িয়ে আমরা ইমাম মাহদি আসছেন, ইতিহাস লিখতে !

গাযওয়াতুল হিন্দ কি খুব কাছেই? ইরান-ইসরায়েল সংঘাতের আবহে চরম উত্তেজনা, জেগে উঠছে পুরনো ভবিষ্যদ্বাণী

মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়ছে: ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে আজকের শীর্ষ ১০ বিস্ফোরক খবর ‎ ‎➡ সাবধান পৃথিবী, যুদ্ধ শুধু সীমান্তে নয় বিস্তার ঘটছে বিশ্ব কূটনীতির প্রতিটি কোণে!

ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আরেকটি ঝাঁক ছুড়েছে ইরান

ইরানের পাল্টা আঘাতে ভেঙে পড়ছে ‘অভেদ্য’ আয়রন ডোম, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা এখন চ্যালেঞ্জের মুখে