বালী তাইফুর রহমান তূর্য, নলছিটি :
জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত ঝালকাঠির নলছিটির শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমি আক্তার গত ০৮ মার্চ শনিবার রাতে ঝালকাঠির মডেল ক্লিনিক নামের একটি বেসরকারি ক্লিনিকে একজন কন্যা সন্তানের জন্ম দেন।
আজ রবিবার ০৯ মার্চ সদ্য পৃথিবীতে আসা সেই পিতা হারা নবজাতককে দেখতে ক্লিনিকে যান ঝালকাঠির জেলা প্রশাসক মো:আশরাফুর রহমান,পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়,সদ্য যোগদানকৃত সিভিল সার্জন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার হোসেন,নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম,ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
এসময় নবজাতকের জন্য ফুল ও উপহার সামগ্রী শহীদ সেলিম তালুকদারের মা এবং স্ত্রী সুমি আক্তারের হাতে তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান ও পুলিশ সুপার।এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়,শহীদ সেলিম তালুকদারের বাবা মা জেলা প্রশাসককে পেয়ে আপ্লুত হয়ে পরেন,এসময় তিনি(ডিসি) তাকে সান্ত্বনা দেন।শহীদ সেলিমরা এদেশের গর্বিত সন্তান।তাদের রক্ত দেশকে মুক্ত করেছে বারবার,আর সন্তান হারানোর এই ক্ষতি
কখনও পূরন করা অসম্ভব তবুও ধৈর্য্য ধারণ করতে বলেন তিনি।
এছাড়াও বেসরকারি হাসপাতালটির যাবতীয় চিকিৎসা ব্যয় জেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে বলে আশ্বস্ত করেন জেলা প্রশাসক।এবং নবজাতকের যাবতীয় চিকিৎসার সার্বিক খোজখবর নেবেন বলেও জানান জেলা সিভিল সার্জন।
জুলাই আন্দোলনে ঢাকার ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন সেলিম তালুকদার।এরপর ঢাকার কয়েকটি হাসপাতালে চিকিৎসার জন্য দৌড়ঝাপ করলেও ০১ আগস্ট মৃত্যুর কোলে ঢলে পরেন সেলিম তালুকদার।
বিয়ের এক বছরের মাথায় আড়াই মাসের অন্ত:সত্বা স্ত্রীকে রেখে তার এই মৃত্যু কাদিয়েছো পুরো উপজেলাবাসীকে।
শহীদ সেলিমের ডাকনাম রমজানের সাথে মিল রেখে তার কন্যার নাম রাখা হয়েছে রোজা।