পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের তরুণদের উদ্যোগে গড়ে ওঠা ব্যতিক্রমী স্বেচ্ছাসেবী সংগঠন হাড়িভাসা ব্লাড ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে সাধারণ মানুষের জন্য নিঃস্বার্থ ও বিনামূল্যে রক্তদানের সেবা দিয়ে আসছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু নাজেম মোঃ খাদেমুল ইসলাম সুমন এবং সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক (প্রিভেল)-এর সাহসী নেতৃত্বে সংগঠনটি অল্প সময়ে মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
গত ৮ বছরে সংগঠনটি ১০০০ জনেরও বেশি রোগীকে জরুরি মুহূর্তে রক্ত সরবরাহ করেছে। দুর্ঘটনা, ডেলিভারি, থ্যালাসেমিয়া, অপারেশন কিংবা রক্তস্বল্পতা— যে কোনো পরিস্থিতিতে সংগঠনের সদস্যরা রক্তদানে ঝাঁপিয়ে পড়েছে।
এটি শুধুই রক্ত দেওয়া নয়, এটি মানবতার হাত বাড়িয়ে দেওয়া।
মানুষকে রক্তদানে উৎসাহিত করতে নিয়মিত ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, রক্তদান কর্মশালা, স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার ও র্যালি আয়োজন করে থাকে হাড়িভাসা ব্লাড ফাউন্ডেশন। স্কুল-কলেজে গিয়ে শিক্ষার্থীদের মাঝে মানবিক চেতনা ছড়িয়ে দেওয়াও সংগঠনের অন্যতম কাজ।
তরুণদের মাঝে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে কাজ করছে এই সংগঠন।