অন্যান্য

রডে ধরেছে মরিচা, দেখা নেই ঠিকাদারের

  প্রতিনিধি 31 December 2024 , 1:20:16 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

বাগেরহাটের মোরেলগঞ্জের তেলিগাতি ইউনিয়নে ৮ কিলোমিটার কার্পেটিং সড়কের ৩টি ব্রিজ নির্মাণের কাজ বছরজুড়ে ধরে বন্ধ রয়েছে। যে কারণে নির্মাণাধীন ব্রিজগুলোতে রডে ধরেছে মরিচা। একবছরেও দেখা নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের।

 

 

জানা গেছে, উপজেলার তেলিগাতি ইউনিয়নে সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধানে পিংগিরা থেকে তেলিগাতি এতিমুল্লাহ ঢুলিগাতি হয়ে হেড়মা বাজার অভিমুখি ৮ কিলোমিটার কার্পেটিং রাস্তা নির্মাণ প্রকল্প হাতে নেয়া হয়। কাজটি মাহবুব ব্রাদার্স এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২১ সালের নভেম্বরে ৪ কোটি টাকা ব্যয়ে শুরু করে। পরবর্তীতে এ কাজের আওতাধীন এতিমুল্লাহ কাটাখাল সংলগ্ন ব্রিজ, হরগাতি, ঢুলিগাতী বটার খাল সংলগ্ন ব্রিজ ও তেলিগাতি বাজার সংলগ্ন ৩টি ব্রিজ নির্মাণের কাজ ২০২২ সালের শেষের দিকে শুরু হয়। কিন্তু ব্রিজগুলোর বেজ ঢালাই দিয়ে আংশিক কাজ সম্পন্ন করে মাঝপথে কাজটি ফেলে রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের আর কোনো হদিস মিলছে না। ফলে রোদ-বৃষ্টিতে নির্মাণাধীন ব্রিজের মালামাল ও রডগুলোতে মরিচা ধরে নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে।

 

 

ইউপি সদস্য মো. আবুল কালাম আজাদসহ স্থানীয় বাসিন্দা লুফর হাওলাদার, হাবিব তালুকদার, আতিয়ার দিহিদার, খান বদিউজ্জামান জানান, প্রায় একবছর ধরে সড়কের ৩টি স্থানেই ব্রিজ নির্মাণের কাজ বন্ধ রয়েছে। কাজ কবে নাগাদ আবার শুরু হবে, তার কোনো সুরাহা নেই। পথচারী, ভ্যানচালক যাত্রীবাহী মোটরসাইকেল আরোহীদের ভোগান্তি এখন চরমে। বন্ধ থাকা নির্মাণাধীন কাজটি পুনরায় চালু করে জনসাধারণের ভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট দফতরের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন তারা। এ বিষয়ে তেলিগাতি ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার বলেন, পিংগিরা হয়ে হেড়মা ৮ কিলোমিটার কার্পেটিং সড়কের ৩টি চলমান ব্রিজ নির্মাণের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকেরা কিছুদিন করেছিল। পরে তারা কাজটি বন্ধ করে দেয়। বিষয়টি বাগেরহাট জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে একাধিকবার অবহিত করা হয়েছে।

 

 

বাগেরহাট জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, মোরেলগঞ্জের তেলিগাতি ইউনিয়নের চলমান ৮ কিলোমিটার কার্পেটিং রাস্তার কাজটি সাময়িক বন্ধ। পুনরায় শুরু করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। তবে নতুন করে এ কাজের ট্রেন্ডার দেওয়া হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ