অন্যান্য

রমজানের পবিত্রতা রক্ষায় ঈদগাঁওতে জামায়াতের স্বাগত মিছিল

  প্রতিনিধি 28 February 2025 , 2:02:41 প্রিন্ট সংস্করণ

 

মোহাম্মদ সেলিম, প্রতিনিধি (ঈদগাঁও উপজেলা) 

 

কক্সবাজারের ঈদগাঁওতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে স্বাগত মিছিল করেছেন জামায়াত নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আছর নামাজের পরে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ মিছিল ঈদগাঁও বাজার থেকে শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্টেশনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, সেক্রেটারি মাওলানা নূরুল আজিম, সাংগঠনিক সেক্রেটারি মাষ্টার ছৈয়দুল আলম ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন প্রমূখ ।

 

জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

 

মিছিল পরবর্তী সমাবেশে সিয়াম সাধনার মাস রমজানে খোদাভীরুতা অর্জনের আহবান জানিয়ে বক্তারা বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ এবং এর আলোকে পরিবার ও রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ