প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১১:২১ এ.এম
রমজানে অটোরিকশা ভাড়ায় ছাড় দিয়ে অনন্য নজির সাইদুলের

আনোয়ার সাঈদ তিতু
পবিত্র রমজান মাস উপলক্ষে যাত্রীদের জন্য নির্ধারিত ভাড়া থেকে ৫ থেকে ১০ টাকা কম নিচ্ছেন অটোরিকশাচালক সাইদুল ইসলাম। রোজার মাসে তাঁর এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করছেন সবাই।
সাইদুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার রুপার খামার এলাকার বাসিন্দা। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে। পাঁচ বছর ধরে তিনি কুড়িগ্রাম থেকে চিলমারী ৩০ কিলোমিটার পথে অটোরিকশা চালান। সেই আয়েই চলে তাঁর সংসার। গত দুই বছর ধরে তিনি রমজান মাসে যাত্রীদের জন্য এই বিশেষ ছাড় দিয়ে আসছেন।
খবরে দেখেছেন, পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ছাড় দেওয়া হয়; সে থেকে অনুপ্রাণিত হয়ে এমন উদ্যোগ নিয়েছেন বলে জানালেন সাইদুল। বড় কিছু করার সামর্থ্য তাঁর নেই, তবে অটোরিকশাচালক হিসেবে তিনি ভাড়াটুকুতে ছাড় দেওয়ার সামর্থ্য রাখেন। তাই সেটাই করেছেন। তিনি নির্ধারিত ভাড়া থেকে ৫ টাকা, আবার কখনো ১০ টাকা কম নেন জানিয়ে বললেন, পুরো রমজানেই এটা তিনি চালিয়ে যাবেন।
উলিপুর-চিলমারী পথের নিয়মিত যাত্রী স্কুলশিক্ষক জরীফ উদ্দীন বলেন, রমজানে সাইদুল ইসলামের উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। এটি সমাজের জন্য একটি দারুণ দৃষ্টান্ত।
বালাচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সিরাজুল ইসলাম বলেন, রমজান মানুষকে আরও দয়ালু ও মানবিক হতে শেখায়। সাইদুল তাঁর দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর দেখাদেখি আরও অনেকে রোজাদারদের সহায়তায় এগিয়ে আসবেন বলে আশা তাঁর।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.