অন্যান্য

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি 28 February 2025 , 1:57:49 প্রিন্ট সংস্করণ

মো: নাজমুল হোসেন 
পিরোজপুর জেলা প্রতিনিধি :
 আসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে  পিরোজপুর জেলা প্রশাসনের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ  আশরাফুল আলম খান।
মতবিনিময় সভা অনুষ্ঠানে  উপস্থিত থেকে আলোচনা করেন, জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, জেলার দায়িত্বপ্রাপ্ত মেজর শোভন শাহরিয়ার, পিরোজপুর পৌরসভা প্রশাসক মো: আসাদুজ্জামান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: আহসানুল কবির সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি,সাংবাদিক  ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মতবিনিময় সভা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তরা বলেন, আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী  ও মজুতদারেরা পন্য মজুদ রেখে, বাজারে পর্নের সংকটের সৃষ্টি  করে  দ্রব্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করছে। জেলা প্রশাসন পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, আসন্ন পবিত্র মাহে রমজনাকে সামনে রেখে নিয়মিত বাজার মনিটরিং করা,পর্নের গুনগত মান যাচাই করা,দ্রব্যমূল্যের দাম যাচাই করা সহ পন্য মজুদ করে যাতে সংকট সৃষ্টি করতে না পারে,সেজন্য জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিকারের কর্মকর্তাবৃন্দ, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্য এবং শিক্ষার্থী প্রতিনিধিরা নিয়মিত বাজার মনিটরিং ও নজরদারিতে রাখবে।   রমজান মাসে  ব্যবসায়ীরা অসৎ উপায় অবলম্বন  করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ব্যবসায়ীদেরকে সতর্ক করেন।
এ সময় তিনি টিসিবি, ওএম এস, মাছের বাজার, মাংসের বাজার, ফলের বাজার, গুড়মুড়ির বাজার, সবজি বাজারের ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলেন। এসব পন্যের গুনগত মান নিশ্চিত করা এবং অপ্রত্যাশিত মূল্যে বিক্রি নিয়ন্ত্রনে রাখার  অনুরোধ করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ