আনোয়ার হোসেন,
উপজেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জেসিও- ১০৩৮৪ নায়েব সুবেদার মোঃ আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে নিজস্ব এসআইপি সদস্য ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার (১১ অক্টোবর) আনূমিক রাত নয়টা ত্রিশ মিনিটের সময় রহনপুর কোম্পানী সদর হতে আনুমানিক ১৫কিলোমিটার উত্তর-পূর্ব দিকে জামাল মোড় ব্রিজের উপর (জিআর ৩৫৯৫০৩ এম এস ৭৮ ডি/৫)* হতে (০১) গাঁজা ৯৫০ গ্রাম × ৩৫০০/- = ৩৩২৫/- টাকা, (০২) সিএনজি ০১ টি × ৭,৫০০০০/- = ৭,৫০০০০/- ইঞ্জিন নাম্বার G4011690 (রেজিস্ট্রেশন নাম্বার বিহীন) সর্বমোট সিজার মূল্য =৭,৫৩৩২৫ ( সাতলক্ষ তেপান্ন হাজার তিনশত পচিশ) টাকার মাদকদ্রব্য (মালিক বিহীন) আটক করা হয়।জব্দকৃত মালামাল গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।