অন্যান্য

রাঙামাটির বিলাইছড়িতে ধ্যান ভান্তের  ৯০ তম জন্ম দিবস পালিত 

  প্রতিনিধি 24 February 2025 , 8:47:45 প্রিন্ট সংস্করণ

 

এস চাঙমা সত্যজিৎ

বিশেষ সংবাদদাতাঃ

রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলায় ধ্যান ভন্তে শ্রীমৎ অজিতা মহাস্থবিরের ৯০তম জন্ম দিবস পালন করা হয়েছে। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে নীরব সাধক, বহুগুণে অধিকারী, বহু শিষ্যের জনক “মৈত্রী প্রদীপে” ভূষিত অজিতা মহাস্থবির (ধ্যানভন্তের) ৯০তম জন্মজয়ন্তী ও ১১তম আচরিয় গুরুপূজা আয়োজন করা হয়েছে।

 

আজ শ্রীমৎ অজিতা মহাথের সেবক সংঘ, শিষ্য-প্রশিষ্য এবং দায়ক-দায়িকাদের সহযোগীতায় ফারুয়া উলুছড়ি বৌদ্ধ বিহারে এই জন্ম দিবস পালন করা হয়েছে।

 

অনুষ্ঠানের শুরুতে ভোররাতে বিশ্বশান্তি ও মঙ্গলাচরণ পাঠের মাধ্যমে মঙ্গল কামনা করা হয়। সকালে উদ্বোধনী সঙ্গীত ও পঞ্চশীল প্রার্থনা, মঙ্গল প্রদীপ প্রজ্জলন, বুদ্ধপূজা, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তিদান, সংঘদান, কেক কাটা, পিণ্ডদান ও বিকেলে ধর্মীয় সভা এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, অজিতা মহাথের ১৯৩৫ সালে বর্তমান জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের কুলুক পানি ছড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁর গৃহী নাম ছিল শ্রী বয়ন্ত তঞ্চঙ্গ্যা। পিতার নাম গৈরামুনি তঞ্চঙ্গ্যা, মাতার নাম মায়াবী তঞ্চঙ্গ্যা। তিনি ১৯৮৬ সালে ১৩ এপ্রিল প্রবজ্যা গ্রহণ করেন।

 

মহতী পূণ্যানুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমৎ ধর্মানন্দ মহাথের, শ্রীমৎ শাক্যপ্রিয় ভিক্ষু, শ্রীমৎ অভয় তিষ্য ভিক্ষু, শ্রীমৎ আর্য্যনন্দ থের, শ্রীমৎ তিলক জ্যোতি ভিক্ষু, শ্রীমৎ জ্ঞানবংশ ভিক্ষু এবং শ্রীমৎ চাইন্দ্যাশ্রী ভিক্ষু প্রমূখ। দায়ক-দায়িকাদের মধ্যে গুণীজন ব্যক্তি উপস্থিত ছিলেন উজ্জ্বল হেডম্যান, নীলু হেডম্যান, ভরত চন্দ্র কার্বারী, সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, আনন্দ তঞ্চঙ্গ্যা, নিজয় কার্বারী, দীন নাথ তঞ্চঙ্গ্যা, মনিলতা তঞ্চঙ্গ্যা এবং মিহির কান্তি তঞ্চঙ্গ্যা প্রমুখ।

 

আধ্যাত্বিক শক্তি সম্পন্ন এই বৌদ্ধ ভিক্ষুর প্রণাম ও আশীর্বাদ নিতে ছুটে আসেন কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটিসহ বিভিন্ন এলাকা হতে হাজার হাজার পূর্ণ্যার্থী। এছাড়াও জানা গেছে, ধ্যান ভন্তের ইচ্ছা পূরণের জন্য একটি জাদি নির্মাণ করা হবে। যার কার্যক্রম ইতোমধ্যে আরম্ভ করা হয়েছে। জাদি নির্মাণের জন্য এমন দাতা কেউ থাকলে ০১৫৭৬৪৪৩৬০৮, ০১৮১৮২৭৮৪৯৮ নাম্বারে যোগাযোগ করতে পারেন।

ইতোপূর্বে অনুষ্ঠান শুরুতে ছিল সঙ্গীত শিল্পী তিশা দেওয়ানের মনোমুগ্ধকর গানের পরিবেশনা।

 

 

এস চাঙমা সত্যজিৎ

বিশেষ সংবাদদাতা দৈনিক চেতনায় বাংলাদেশ।

 

 

 

 

 

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ