অন্যান্য

‎রাঙ্গুনিয়ায় পৃথক অভিযানে ৫ জনকে ৩ মাসের কারাদণ্ড ‎

  প্রতিনিধি 24 July 2025 , 7:01:39 প্রিন্ট সংস্করণ

সৈয়দ মোঃ ইমরান হোসেন 


‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যামান আদালত ।


‎বুধবার (২৩ জুলাই) উপজেলার দুটি এলাকায় পৃথক অভিযানে এই দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান।

‎বুধবার সকালে ও বিকেলে চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের লিচুবাগান, রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক জেলেপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা আদালতকে সহায়তা করেন।

‎দন্ডপ্রাপ্তরা হলেন- রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকার জয়ন্ত বিকাশের ছেলে অনিমেষ তঞ্চঙ্গ্যা, মরিয়মনগর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড ইদ্রিস মিয়ার ছেলে মো. আজিজ, রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকার আবদুল মালেকের ছেলে পারভেজ, একই এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে মো. শওকত এবং পৌরসভার মুরাদনগর এলাকার আবদুল করিমের ছেলে মো. হাসান।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চলাকালে অভিযুক্তদের মাদক সেবন ও বহনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের কারাদণ্ড দেওয়া হয়।

‎ইউএনও মো. কামরুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের কাছ থেকে মাদক বিক্রেতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা ভবিষ্যৎ অভিযানে সহায়ক হবে। জনস্বার্থে মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।‎

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ