রাঙ্গুনিয়া রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
মোঃ আজাদ সভাপতি চন্দ্রঘোনা
৭নং ওয়ার্ড বি,এন পি। সদস্য চট্টগ্রাম উত্তর জেলা।
সাধারণ সম্পাদক চন্দ্রঘোনা ৭নং ওয়ার্ড পুরাতন জ্বামে মসজিদ
তিনি বলেন ঈদ সবার জন্য বছরের একটি আনন্দের দিন।
সকলে মিলে মিশে ঈদ উপভোগ করুক, এছাড়া তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ, এবং সহীদ জিয়াউর রহমান এর জন্য দোয়া চেয়েছেন দেশ বাশীর কাছে।
তিনি আরো বলেন আওয়ামী সরকার পালিয়ে যাওয়ার পর থেকে ড: ইউনুস সাহেব প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে।
নিত্য প্রয়োজনীয় জিনিস এর দাম কমেছে। দেশের মানুষ এ রমজানে সব কিছুতে সস্তি ফিরে পেয়েছে।
তিনি আরো বলেন যে যে দল করুক দেশের মানুষকে সান্তি
দেওয়াই হচ্ছে মূল রাজনীতি।
দেশের মানুষের ক্ষতি করে
কেও কখনো বেশী দিন ক্ষমতায় থাকতে পারে না।