প্রতিনিধি 1 September 2025 , 12:35:51 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক | দৈনিক চেতনায় বাংলাদেশ
রাজঘাটে বিকেলবেলা জনসম্মুখে ঘটলো রোমহর্ষক সন্ত্রাসী তাণ্ডব। আজ বিকাল ৫টা ৩০ মিনিটে রাজঘাট হাই স্কুল মাঠ থেকে ছাত্রলীগের ৯নং ওয়ানডে ইউনিটের সাকিল ও আজাদের নেতৃত্বে প্রায় ৩০ জনের বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ ছাত্রের উপর অমানবিক হামলা চালায়।
সরাসরি ধাওয়া করে রাজঘাট বাজারের ভিড়ের মধ্যে অস্ত্রের ঝনঝনানি আর রক্তাক্ত হামলায় মুহূর্তেই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হতভম্ব বাজারবাসী দোকানপাট বন্ধ করে পালিয়ে যায়।
গুরুতর আহত ছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ছাত্রলীগের একাংশ এলাকায় ত্রাস সৃষ্টি করছে। রাজনৈতিক ছত্রছায়ায় প্রকাশ্যে এভাবে রক্তাক্ত হামলার ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
পুলিশ প্রশাসন বলছে, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা ও তাদের গ্রুপ এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।