অন্যান্য

রাজধানীতে কিশোর গ্যাংয়ের হাতে যুবক খুন

  প্রতিনিধি 8 March 2025 , 5:59:12 প্রিন্ট সংস্করণ

কাজী আনোয়ার হোসেন

 

 

রাজধানীর গেন্ডারিয়ার শহীদ চেয়ারম্যানের ঢালকানগর এলাকায় সিয়াম (১৮) নামে যুবককে কিশোর গ্যাংয়ের সদস্যরা কুপিয়ে হত্যা করেছে বলে স্বজনদের দাবি।

নিহত সিয়াম মাদারীপুরের রাজৈর উপজেলার শ্রী কৃষ্ণা দীপ গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে।

বর্তমানে গেন্ডারিয়ার সাধনা গলিতে ভাড়া থাকত। সে তার বাবার পান সিগারেটের দোকানে কাজ করত। পূর্ব শত্রুতার জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন স্বজনরা।

জানা যায়, বাবার দোকানে কাজ শেষে শুক্রবার রাত ৮টার দিকে আমার বোনের ছেলে গেন্ডারিয়া ঢালকানগর এলাকায় গেলে পূর্ব শত্রুতার জেরে এলাকার চিহ্নিত কিশোর গ্যাংয়ের সুয়াদ এবং তাসিন চাপাতি দিয়ে পেছন দিক থেকে কুপিয়ে গুরুতর জখম করে সিয়ামকে। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ