অন্যান্য

রাজধানীতে মালামালের সঙ্গে ফুটফুটে শিশুটিকেও নিয়ে গেল ডাকাত

  প্রতিনিধি 15 November 2024 , 1:52:59 প্রিন্ট সংস্করণ

মিন্টু মিয়া

রাজধানীর একটি বাসায় লুটপাট করে মালামালের সঙ্গে একটি শিশুকেও নিয়ে গেছে ডাকাত দল।শুক্রবার (১৫ নভেম্বর) সকালে আজিমপুরের একটি বাসায় এ ঘটনা ঘটে। ওই বাসার সাবলেটে ভাড়া থাকা এক নারী বহিরাগত কয়েকজনকে নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন।

 

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শিশুটির মা ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে সাঁট মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন। তার স্বামী বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ভাড়া থাকেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই বাসার সাবলেট থাকা নারীর সঙ্গে বিবাদে জড়ান ফারজানা। এরপর ওই নারী বহিরাগত কয়েকজনকে নিয়ে এসে ফারজানাকে চড়-থাপ্পড় দেন। পরে তারা বাসার মালামাল নিয়ে যান। মালামালের সঙ্গে দুর্বৃত্তরা ফারজানার শিশু সন্তানকেও নিয়ে যান।

পুলিশের লালবাগ বিভাগের ডিসি জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিসিটিভির ফুটেজে ওই বাসায় ৩ জনকে আসতে দেখা গেছে। তবে শিশুকে নিয়ে গেছে কিনা, তা দেখা যায়নি। ঘটনাটি জানাজানি হওয়ায় পুলিশের একাধিক দল ওই ডাকাতদের ধরতে কাজ করছেন। তবে এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফারজানার এক সহকর্মী এ ঘটনায় ফুটফুটে শিশুটির ছবি দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চাটি নিয়ে গেছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ