অন্যান্য

রাজধানীর প্রবেশমুখ ঢাকা সাভার আমিনবাজারে পুলিশের তল্লাশি”

  প্রতিনিধি 10 November 2024 , 11:11:38 প্রিন্ট সংস্করণ

 

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকা :

 

রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিনবাজারে বিভিন্ন পাবলিক ও ব্যক্তিগত যানবাহনে তল্লাশি করছে পুলিশ। এ সময় বাসসহ ছোট-বড় ব্যক্তিগত গাড়িও এবং সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

রোববার (১০ নভেম্বর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারে সাভার মডেল থানা পুলিশ এ তল্লাশি চৌকি বসায়। দুপুর পৌনে ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের তল্লাশি চলমান রয়েছে।

জানা যায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে পড়ে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। এরপর থেকেই দলটি সিংহভাগ নেতা-কর্মী পলাতক। এরই মধ্যে নূর হোসেন দিবস উপলক্ষ্যে ও বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে সামনে সবাইকে সমবেত হওয়ার ডাক দেয় দলটি। এতে ঢাকা সাভার মডেল থানা পুলিশ সতর্ক অবস্থানে থেকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সড়কে তল্লাশি শুরু করেছে।

ঢাকা সাভার পরিবহনের বাসচালক ফারুক হোসেন বলেন, আমি চন্দ্রা থেকে বাস ছেড়ে এসেছি। কোথাও বাসে তল্লাশি করেনি। তবে আমিনবাজারে বাস পৌঁছালে পুলিশ তল্লাশি করেছে।

 

প্রাইভেটকার চালক আল-আমিন বলেন, আমি ভাড়ায় গাড়ি চালাই। যাত্রী নিয়ে শ্যামলী যাব, পুলিশ তল্লাশি চালাচ্ছে। কিন্তু কিছু না পেয়ে গাড়ি ছেড়ে দিয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফয়সাল আলম বলেন, রাজধানীর নিরাপত্তার জন্য আমিনবাজারে চেক পোস্ট বসানো হয়েছে। এখানে বাসসহ ছোট-বড় গাড়ি তল্লাশি করা হচ্ছে। তবে সন্দেহভাজন কাউকে এখনো আটক করা হয়নি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ