উত্তরা ইউনিভার্সিটি প্রতিনিধি
ঢাকার মিডফোর্ডে পাথর মেরে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় উত্তরা ইউনিভার্সিটিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। হত্যায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
তার প্রতিবাদে আজ ১২ জুলাই (শনিবার) উত্তরা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা হত্যাকারীদের ফাঁসির দাবীতে ইউনিভার্সিটির মূল ফটকের সামনে দুপুর ১টায় একটি মানববন্ধনের আয়োজন করে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহত্তর উত্তরা জোনের সদস্য এবং প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট আ্যলাইন্স (পুসাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোঃ শাহরিয়ার হোসেন সাগর বলেন ৫ তারিখ পরবর্তী যে দল টা হতে পারতো জনগণের ভরসা কিন্তু নির্মম সত্য এই যে আজ তারা জেন-জি এবং শান্তি প্রিয় নাগরিকের ঘৃণার তালিকায় প্রথম। যে দল ভালো কাজের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তের তাজ হতে পারতো নিদারুণ ভাবে তাদের অবস্থান এখন ডাস্টবিনে। জনগনের ভোটে ক্ষমতায় যেতে চাইলে জনবান্ধব কাজ করতে , চাঁদাবাজি, দখলদারি , খুন ধর্ষণ তো গত ১৬ দেশের মানুষ দেখেছেই, এখন বাঙালি আর বরদাস্ত করবে না।
বক্তারা বলেন এক জুলাইয়ের শেষ হতে না হতে আরেকটি জুলাইের সুচনা যেন না হয়। বাংলাদেশের ছাত্রজনতা কি করতে পারে তা এখন সবাই জানে। আমরা অন্তবর্তীকালীন সরকারের নিকট এই নিসংশ হত্যাকাণ্ডের বিচার চাই।
সিএসই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান হিমু বলেন জুলাই বিপ্লবের পর আমার কি এমন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম যেখানে দিনের আলোত একজন মানুষের কোন নিরাপত্তা নেই। তাহলে এই জুলাই বিপ্লবের মানে কি। আমি অন্তবর্তীকালীন সরকারকে বলবো মিলফোর্ডে যারা এই এই কাজ করেছে তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করা এবং ভবিষ্যতে যেন এরকম ঘটনার সম্মুখীন না হতে হয়।
এতে অংশগ্রহণ করে উত্তরা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা।