মাহতিম আহমেদ রাজা
রাজধানী ঢাকায় চলমান নানা আন্দোলন ও কর্মসূচির ফলে নৈরাজ্যের অবস্থা সৃষ্টি হয়েছে। গত আট মাসে ২৫০-এর বেশি মিছিল, সমাবেশ, অবরোধ ও ঘেরাওয়ের কারণে যানজট ও জনদুর্ভোগ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি সরকারের কাজকর্মেও ব্যাঘাত ঘটাচ্ছে।
জাতীয় প্রেস ক্লাব ও শাহবাগের মতো ‘হটস্পট’ এলাকায় প্রায় প্রতিদিনই আন্দোলন হচ্ছে, যেখানে যৌক্তিক দাবির সঙ্গে অযৌক্তিক দাবিও উঠে আসছে। দীর্ঘদিনের বঞ্চনা ও ক্ষোভের এই বিক্ষোভগুলো শুরুতে ছিল শান্তিপূর্ণ, কিন্তু ক্রমেই সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে।
সরকার বলছে, এসব আন্দোলনের পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, যা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক আন্দোলন ও সচিবালয়ের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোতে এ ধরনের ষড়যন্ত্রের আশঙ্কা বেশি জোরালো হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকার মানবিক নীতিতে আন্দোলন মোকাবিলা করার চেষ্টা করছে, তবে শহরজুড়ে অবরোধ ও যানজটের কারণে নগরবাসীর অসহযোগিতা ও অসন্তোষ বেড়ে চলেছে। বিভিন্ন শিক্ষার্থী, শ্রমিক ও সরকারি কর্মকর্তা- কর্মচারীর দাবি-দাওয়া নিয়েও অবিরাম আন্দোলন চলছে, যার কারণে রাজধানীতে অস্থিরতা ও জনজীবন ব্যাহত হচ্ছে।
রাজধানীর এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সংলাপ ও সমঝোতার বিকল্প নেই বলে বিশেষজ্ঞরা মনে করছেন।