প্রতিনিধি 17 March 2025 , 1:55:47 প্রিন্ট সংস্করণ
মো: জোবায়ের ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী বিহাস গেট অর্থাৎ ঢাকা রাজশাহী হাই রোডে আজ বিকেল পাঁচটায় অটো ও পিকআপ এ সংঘর্ষ হয়। সাহেব বাজার থেকে আগত অটো এবং কাটাখালি থেকে আগত পিকআপ চৌদ্দপাই বিহাস গেট এর সামনে রাস্তার মাঝখানে মুখোমুখি সংঘর্ষ হয়।
এই সংঘর্ষে অটোচালক সহ অটোতে থাকা আরো দুই ব্যক্তি গুরুতর আহত হয়, আহত ব্যক্তিদের তৎক্ষণিক রাজশাহী মেডিকেল এ নিয়ে যাওয়া হয়।