প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ৭:৪৭ এ.এম
রাজশাহীতে গরু’র নান্দের ভেতরে মা-সহ ৪৭টি রাসেল ভাইপারের বাচ্চা উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর চর মাঝারদেয়ার ঘাটের পাশে বাথানে ঘটলো এক ভয়াবহ ঘটনা । এক পরিত্যক্ত গরু খাওয়ানোর পাত্র (নান্দ) থেকে হঠাৎ বেরিয়ে এলো ভয়ঙ্কর দৃশ্য—একটি বড় বিষাক্ত রাসেল ভাইপার সাপ জন্ম দিল ৪৭টি বাচ্চা!
ঘটনাটি মুহূর্তের মধ্যেই গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে। ফলে পদ্মার এপারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, নদীর পানি বেড়ে যাওয়ায় এলাকার খামারিরা গরু-ছাগল সরিয়ে নিলেও, খালি খামার ও খাবারের পাত্রগুলো ফাঁকাই পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, সেখানেই আশ্রয় নিয়ে সাপটি বাচ্চাগুলো প্রসব করে।
খবর পেয়ে শহর থেকে বিশেষ উদ্ধারকারী টিম এসে মা সাপসহ ৪৭টি রাসেল ভাইপারের বাচ্চা নিরাপদে উদ্ধার করে নিয়ে যায়।
বিশেষ উদ্ধারকারী টিম ওই এলাকা সহ পাশের এলাকার মানুষদের সতর্ক করেছেন। এই সময় পদ্মার চর ও আশেপাশে চলাচলে সবাইকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। নয়লে মূহুর্তে ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.