অন্যান্য

রাজশাহীতে ৯০ হাজার টাকা জরিমানা, ৪৩৯০ কেজি পলিথিন ধ্বংস

  প্রতিনিধি 19 August 2025 , 11:13:01 প্রিন্ট সংস্করণ

রাজশাহী মহানগরীর বিভিন্ন কারখানা ও দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন ও কাঁচামাল জব্দ ও নগদ টাকা জরিমানা করেছে র‌্যাব-৫ ও পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১৮ আগষ্ট) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৫ ( র‌্যাব -৫ ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে, পলিথিন একটি অপচনশীল দ্রব্য। পলিথিন আমাদের পরিবেশের সার্বিক ভারসাম্য নষ্ট করে। এই পলিথিন ব্যবহারে সরকার সর্বদাই সোচ্চার এবং বর্তমানে পরিবেশ উপদেষ্টা’র নির্দেশনা মোতাবেক দেশব্যাপী পলিথিন নিরোধ কর্মসূচীর অংশ হিসেবে র‌্যাব ফোর্সেস এর বিভিন্ন ব্যাটালিয়ন ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গায় পলিথিন বিরোধ অভিযান পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৮ আগস্ট) বেলা ১১ থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত র‌্যাব-৫ এবং রাজশাহী পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে রাজশাহী গরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্টস্টেশন বাজার, হড়গ্রাম সুপার মার্কেটে এবং কাটাখালীর একটি পলিথিন কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিপণন করার অপরাধে বি.এন.স্টোর’র স্বত্বাধিকারি অকবর আলী‘কে ২০ হাজার টাকা, রক্তিম ওয়ান টাইম’র স্বত্বাধিকারি
সারজিল আরিফ‘কে ২০ হাজার টাকা, শহিদ স্টোর’র স্বত্বাধিকারি মোঃ শহিদ ‘কে ১০ হাজার টাকা, কোর্ট মার্কেট’র স্বত্বাধিকারি মোঃ বেলাল‘কে ২০ হাজার টাকা এবং শুভ প্যাকেজিং’র স্বত্বাধিকারি নুরুল ইসলাম‘কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৪ হাজার ৩ শত ৯০ কেজি পলিথিন, পলিথিন তৈরীর কাঁচামাল ১ হাজার ৫ শত ৫০ কেজি জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে র‍্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল- রাজেক এবং পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক তাছমিনা খাতুন নেতৃত্ব দেন।

তারা আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পলিথিন ব্যবহারে নিরুৎসাহিত করতে র‌্যাব সর্বদায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ