চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত
রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জের আক্কেলপুর রোডে ৪ দিন ধরে বন্ধ থাকা বিআরটিসি বাস চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বিআরটিসি বাস ড্রাইভার, হেলপার ও আক্কেলপুরের স্থানীয় জনসাধারণ।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, গত এক সপ্তাহে জেলা বাস মালিক সমিতির কতিপয় গন্ডাবাহিনী দফায় দফায় দুবার বিআরটিসি বাস আটকে চলাচল বন্ধ করে। গত ৬ জানুয়ারী আটকে রাখার পর আবার ৯ জানুয়ারী টার্মিনালের সামনে রাজশাহী থেকে আক্কেলপুরগামী বিআরটিসি বাসের হেলপার-ড্রাইভারকে মারধর করে বাস চলাচল বন্ধ করে। এমনকি বাস তাদের টার্মিনালে নিয়ে যায়।
মানববন্ধনে ঘটনার সাথে জড়িতদের শাস্তির আওতায় এনে রাজশাহী-আক্কেলপুরগামী বাস চালুর দাবি জানান স্থানীয়রা।