প্রতিনিধি 23 August 2025 , 7:24:21 প্রিন্ট সংস্করণ
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” –
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার রয়েল ক্যাফ হলরুমে ২৩ আগস্ট ২০২৫ তারিখ শনিবার সকাল ১১ ঘটিকায় “নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম” গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এ সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প, যা এফসিডিও’র অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। পিএফজি সদস্য শামসুন নাহার এর সঞ্চালনায় এবং রাজাপুর সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক ইউরেকা নুর মিলি এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পিএফজির কো-অর্ডিনেটর ও উন্নয়ন সংস্থা সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল।
সভায় আরো উপস্থিত ছিলেন রাজাপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোর্শেদা আক্তার, রাজাপুর উপজেলার যুব কাউন্সিলার সানজিদা রহমান লাইজু, নারী নেত্রী ফিরোজা আক্তার কাজল, পিএফজি সদস্য ও বিটিভির কণ্ঠশিল্পী এবং বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জয়িতা মোসা: ছালমা বেগম, নারী নেত্রী লাভলী আক্তার, সাবিনা ইয়াসমিন, সোনিয়া আক্তার রিপা, ইয়ুথ পিস আ্যাম্বাসেডর গ্রুপের সদস্য সুমাইয়া আক্তার,স্বর্ণা রানী, শ্রাবণী দাস, তামিরা তারেক ইভা সহ স্থানীয় নারী উদ্যক্তারা। সভায় সর্বসম্মতিক্রমে রাজাপুর সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক ইউরেকা নুর মিলিকে সমন্বয়কারী এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্য সুমাইয়া আক্তার লিজাকে সহ-সমন্বয়কারী করে ২২ সদস্য বিশিষ্ট নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।