অন্যান্য

রাজেরুং ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় বান্দরবানে বিক্ষোভ সমাবেশ।

  প্রতিনিধি 23 March 2025 , 4:51:26 প্রিন্ট সংস্করণ

রিটন কুমার নাথ

বিশেষ প্রতিনিধি বান্দরবান।
 আজ ২৩ মার্চ রবিবার সকালে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ, ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার আয়োজনে “আদিবাসী নারীর নিরাপত্তা নিশ্চিত কর ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে রাজেরুং ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যা ও সারাদেশে অব্যাহত নিপীড়ন ও ধর্ষকদের  দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত ১৪ মার্চ যশোরের কেশবপুরের সাহাপাড়ার খৃষ্টান মিশন থেকে রাজেরুং ত্রিপুরা (১৫) নামের এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আর এই ঘটনার পর ঘটনায় জোর তোদের কঠোর শাস্তি দাবি জানাই ত্রিপুরা সংগঠনের নেতৃবৃন্দরা।
মানববন্ধনে বক্তারা বলেন বাংলাদেশে এখন সর্বত্র নিপীড়ন ও ধর্ষণ বেড়ে গেছে আর এই থেকে রেহাই পাচ্ছে না আদিবাসী নারী ও শিশুরা।
 বক্তারা বলেন   যশোরের কেশবপুরের অনন্ত সাহাপাড়া আউট রি গার্লস রিচ হোস্টেলের শিক্ষার্থী বান্দরবানের থানচির বাসিন্দা রাজেরুং ত্রিপুরাকে (১৫) পরিচালক খ্রিস্টফার সরকার ও হোস্টেলের ম্যানেজার প্রদীপ সরকার জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করেন। এবং এই ঘটনাকে ধামাচাপা দিতে বিভিন্নভাবে ধর্ষিতার পরিবারকে ভয় ভীতি প্রদর্শন করেছে। মানববন্ধনে বক্তারা আরো বলেন পরিকল্পিত ভিন্ন এই ধর্ষণ ও হত্যাকান্ডে জড়িত অনন্ত সাহা পাড়া আউট রি গার্লস রিচ হোস্টেলের পরিচালক খৃস্টফার সরকার ও সকল দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং মৃত রাজেরুং ত্রিপুরা ও তার পরিবারকে সার্বিক নিরাপত্তা প্রধানের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান। এবং মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ