অন্যান্য

রাজৈরে আনন্দঘন পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়।

  প্রতিনিধি 16 August 2025 , 12:41:31 প্রিন্ট সংস্করণ

মাদারীপুর  স্টাফ রিপোর্টার 
অবতারবিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উপলক্ষে সারা দেশের ন্যায় মাদারীপুর রাজৈরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
 (১৬ আগস্ট) রোজ  শনিবার সকাল ১২-১৫ মিনিটের সময় রাজৈর গোপালগঞ্জ কপালী যুব সংঘ নাট মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে র‌্যালিটি শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নাট মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে হাতে শঙ্খ, ঢাক-ঢোল ও বিভিন্ন ধর্মীয় পতাকা নিয়ে শত শত ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করে ।
উৎসব মুখর  আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ সর্দার শাজাহান স্কুল এন্ড কলেজের শিক্ষক গৌরাঙ্গ বসু,
আরো উপস্থিত ছিলেন পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের মাদারীপুর জেলা আহবায়ক বাবু জীবন বোস ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মাদারীপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ হিমেল আল ইমরান, মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেতা ব্যারিস্টার শহিদুল ইসলাম, রাজৈর থানার ওসি তদন্ত সঞ্জয় কুমার ঘোষ,বিএনপি নেতা মোঃ আরিফ হাওলাদার সহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।
আয়োজকরা জানান, জন্মাষ্টমী উপলক্ষে এ আয়োজনের মধ্য দিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণের আদর্শ ধারণ করে একটি সাম্য, মঙ্গলময় ও কল্যাণকামী সমাজ গঠনের আহ্বান জানান তারা।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ