অন্যান্য

রাজৈরে কিন্ডারগার্টেন বঞ্চিত বৃত্তি পরীক্ষায়, শিক্ষক- অভিভাবকদের মানববন্ধন ।

  প্রতিনিধি 29 July 2025 , 8:29:48 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার

১৭ জুলাই ২০২৫: রোজ মঙ্গলবার সকালে
সম্প্রতি জারিকৃত এক সরকারি পরিপত্রে বৃত্তি পরীক্ষার আওতা থেকে কিন্ডারগার্টেন স্কুল সমূহকে বাদ দেওয়ার প্রতিবাদে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট গোল চত্বরে আজ সকাল ১০ টায় এক মানববন্ধনের আয়োজন করা হয়। রাজৈর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, পরিচালক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবক বৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, “বেসরকারিভাবে পরিচালিত কিন্ডার গার্টেনগুলো বছরের পর বছর ধরে মানসম্মত প্রাথমিক শিক্ষা প্রদান করে আসছে। অথচ এই সিদ্ধান্ত আমাদের প্রতি অবিচার সুলভ এবং বৈষম্যমূলক আচরণের বহিঃপ্রকাশ।”
তাঁরা আরো বলেন, “সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অধিকার থেকে বঞ্চিত করে হাজারো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করা হচ্ছে।”

মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদ সরদার শাজাহান শিশু নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, থ্রিডি ডিজিটাল স্কুলের প্রতিষ্ঠাতা নূর হোসেন ঢালী, পরিচালক আরিফুজ্জামান বেগ টিপু, পরিচালক ও প্রধান শিক্ষক তানভীর হোসেন, আলহেরা ইসলামী একাডেমির জনাব আবুল বাশার আনসারী, টেকেরহাট মডেল স্কুলের প্রধান শিক্ষক আবুল হাসান মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন ইকরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা মাওলানা মনিরুল ইসলাম, আল মদিনা ইসলামী একাডেমির প্রধান শিক্ষক জনাব রেজাউল করিম, বর্ণমালা বিদ্যা নিকেতনের পরিচালক সেলিম হোসেন, মর্নিং ব্লু-বার্ড কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রাব্বি হোসেন মিয়া, জিএম শিশু বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ রাশেদুল ইসলাম, ইশিবপুর আদর্শ মডার্ন স্কুলের প্রধান শিক্ষক সুমন হোসেন এবং পউস মডেল স্কুলের প্রধান শিক্ষক সুমন আহমেদ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ