অন্যান্য

রাজৈরে জমির বিরোধ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে দু’পক্ষ

  প্রতিনিধি 3 September 2025 , 4:10:23 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার ।

মাদারীপুর রাজৈর পৌরসভার ৭ নং ওয়ার্ড আমবাগ গ্রামে জমি সংক্রান্ত দখল ও চাঁদা দাবিকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন দুই পক্ষ।

খলিল ব্যাপারী বিকেলে তার নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে খলিল বেপারী তার বিরুদ্ধে আনীত অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তিনি বলেন, গত ২৭ আগস্ট সংবাদ সম্মেলন করে “আনোয়ার শেখ যে অভিযোগ আমার বিরুদ্ধে করেছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব ঘটনায় সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

খলিল বেপারী দাবি করেন, বরং আনোয়ার শেখ নিজেই চাঁদাবাজি, জমি দখল, ডাকাতি নারী নির্যাতন ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত, এবং এসব অপকর্মের প্রমাণ আমার কাছে এবং থানার নথিতে রয়েছে যাহার প্রমাণ আমার কাছে আছে । তিনি আরও বলেন, জমি সংক্রান্ত যে দাখিলের প্রসঙ্গ তুলে তার নাম জড়ানো হয়েছে, সেখানে তিনি (খলিল বেপারী) কোনোভাবেই জড়িত নন।
পাশা পাশি খলিল ব্যাপারী বলে আনোয়ার শেখের আর্থিক উৎস নিয়েও প্রশ্ন তুলে বলে , এত তাড়াতাড়ি জমি বাড়ি গাড়ির মালিক কি করে হলো তিনি এবিষয়ে প্রশাসনের কাছে তদন্ত দাবি করেন।

এদিকে পাল্টাপাল্টি অভিযোগকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টি নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ